CGL, CHSL, MTS এর প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে!কোথায় পাবেন এই সুযোগ, কিভাবে ?

বর্ধমানের চাকরী প্রার্থীদের জন্য বিরাট সুযোগ নিয়ে এলো Beginner's Platform. এখানে সরকারী চাকরীর প্রস্তুতি নিন সম্পূর্ণ বিনা মূল্যে।


দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে Beginner's Platform শুরু করতে চলেছে SSC CGL, CHSL, MTS এর জন্য স্পেশাল ব্যাচ।

সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশন (SSC) আবার মাল্টি টাস্কিং স্টাফের শূন্যপদ পূরনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল। কিছু দিন আগেই SSC জানিয়েছে SSC MTS ও SSC CHSL এর এক্সাম এখন বাংলা সহ মোট 15 টি ভাষায় দেওয়া যাবে। এটি বাংলা মাধ্যমের চাকরী প্রার্থীদের কাছে বিরাট সুযোগ।

দীর্ঘদিন ধরে WBPSC কে লক্ষ্য করে যে সকল চাকরী প্রার্থীরা প্রস্তুতি নিতে নিতে হতাশ হয়ে পড়েছে তাদের কাছে এটি বিরাট সুযোগ। এতো দিন হিন্দি ও ইংরেজিতে SSC এর এক্সাম হওয়ার জন্য বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা অনেকটায় পিছিয়ে পরত ভাষাগত সমস্যার কারণে। এখন সেই সমস্যা আর থাকছে না।

তাছাড়াও রাজ্যের PSC এর কোন নির্দিষ্ট এক্সাম ক্যালেন্ডার না থাকার কারণে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ মেয়াদী হয়ে পড়েছে। ফলে সরকারী চাকরীর থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছিল অনেক ছাত্র ছাত্রী। এখন পিএসসি এর বিকল্প তৈরী করে দিল SSC.

তাই এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে চাইলে আজই যোগাযোগ করুন Beginner's Platform এ।

Beginner's Platform এর পক্ষ থেকে একটি 100 নাম্বারের মক টেষ্ট নেওয়া হবে। যেটির
বিষয় থাকবে ম্যাথ, জি আই, জি কে, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স। সময় দেওয়া হবে 90 মিনিট।
মক টেস্টে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে সকলকে সুযোগ দেওয়া হবে।

Mock Test এর Rank- এর ভিত্তিতে -

  1. প্রথম 3 জন পাবেন সম্পূর্ণ বিনামূল্যে কোচিং-এর সুযোগ।
  2. পরবর্তী 5 জন পাবেন কোর্স ফির উপর 50 % ছাড়।
  3. পরবর্তী 10 জন পাবেন কোর্স ফির উপর 25 % ছাড়।

এছাড়াও SC, ST, ও OBC ছাত্রছাত্রীদের জন্য থাকবে বিশেষ ছাড়।

বিশদে জানতে ফোন করুন- 8016615542

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *