পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ – ২০২৩

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ১৪২০ জন লেডি কনস্টেবল নিয়োগ করছে। শুন্যপদ, নির্বাচন প্রক্রিয়া যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার পদ্ধতি ও সিলেবাস বিস্তারিত দেওয়া হল।

আবেদন প্রক্রিয়া শুরু হবে - অনলাইনে ২২ শে এপ্রিল থেকে এবং আবেদনপত্রের শেষ সময় ২২ শে মে পর্যন্ত।

আবেদনকারীর বয়স ১ লা জানুয়ারি ২০২৩ অনুযায়ী ১৮ বছরের ঊর্ধ্বে এবং ৩০ বছরের নিম্নে হতে হবে।
SC/ ST প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ৫ বছরের ছাড় এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ৩ বছরের ছাড় রয়েছে।
অর্থাৎ SC/ST প্রার্থী হলে ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এবং ওবিসি প্রার্থী হলে ৩৩ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

শিক্ষাগত যোগ্যতা : ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অন্যান্য যোগ্যতা :
বাংলা ভাষা বলতে পড়তে ও লিখতে সক্ষম হতে হবে।
এই শব্দটি প্রযোজ্য হবে না, দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য মহকুমার স্থায়ী বাসিন্দা হলে।

প্রার্থীরা কিভাবে আবেদন করবেন :
www.prb.wb.gov.in অথবা
www.wbpolice.gov.in এই দুটি ওয়েবসাইট থেকে ফর্ম ফিলাপ করা যাবে।
বেতন ক্রম : ২২,৭০০ - ৫৮,৫০০ PAY LEVEL 6 স্কেলে বেতন দেয়া হবে

নির্বাচন প্রক্রিয়া পাঁচটি ধাপে সম্পন্ন হবে।


১. প্রথম ধাপে প্রাথমিক লিখিত পরীক্ষা যেটি হবে ১০০ নম্বরের পরীক্ষা এবং সময় থাকবে ১ ঘন্টা।
এখানে ১০০ নম্বরের মধ্যে সাধারণ জ্ঞান ও সাধারণ সচেতনতা থেকে প্রশ্ন থাকবে ৪০ টি , গণিত থেকে ৩০ টি এবং জেনারেল ইন্টেলিজেন্স ৩০ টি, প্রতিটি প্রশ্নের মান ১.
একটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর বাদ যাবে অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর বাদ যাবে।

২. দ্বিতীয় ধাপে শারীরিক পরিমাপ পরীক্ষা বা ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট।
(উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬০ সেন্টিমিটার এবং ওজন হতে হবে কমপক্ষে ৪৯ কেজি)

৩. তৃতীয় ধাপে শারীরিক দক্ষতার পরীক্ষা
এখানে থাকবে ৮০০ মিটারের দৌড়। সময় ৪ মিনিট ৩০ সেকেন্ড।

৪. চতুর্থ ধাপে থাকবে চূড়ান্ত লিখিত পরীক্ষা যেটি হবে ৮৫ নম্বরের এবং সময় থাকবে ১ ঘন্টা।
এখানে ৮৫ নম্বরের মধ্যে সাধারণ জ্ঞান ও সাধারণ সচেতনতা থেকে প্রশ্ন থাকবে ২৫ টি , ইংরেজি থেকে ২৫ টি, গণিত থেকে ২০ টি এবং জেনারেল ইন্টেলিজেন্স ১৫ টি, প্রতিটি প্রশ্নের মান ১.
একটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর বাদ যাবে অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর বাদ যাবে।

৫. পঞ্চম ধাপে থাকবে ইন্টারভিউ বা সাক্ষাৎকার।
এটি হবে ১৫ নম্বরের।

চতুর্থ ধাপের শিক্ষায় প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউ বা সাক্ষাৎকারে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে।

Download pdf notification
Download pdf syllabus details

পরীক্ষার তারিখ সবার আগে জানতে, অন্যান্য নতুন নিয়োগ সম্পর্কে জানতে ও সাধারন জ্ঞানের জন্য নজর রাখুন আমাদের ওয়েবসাইট www.beginnersplatform.in

পশ্চিমবঙ্গ মহিলা কনস্টেবল শূন্য পদের বিবরণ ২০২৩
মোট শূন্যপদ - ১৪২০

সংরক্ষিত (UR) - ৩৪৩
অসংরক্ষিত (EC) - ২২৭
অসংরক্ষিত (HG/NVF) - ১১৩
অসংরক্ষিত (সিভিক ভলেন্টিয়ার) - ৭১
অসংরক্ষিত (স্পোর্টস কোটা) - ২৮

তপশিলি জাতি - ১৪১
তপশিলি জাতি (EC) - ১০০
তপশিলি জাতি (HG/NVF) - ৪২
তপশিলি জাতি (সিভিক ভলেন্টিয়ার) - ২৯

তপশিলি উপজাতি - ২৮
তপশিলি উপজাতি (EC) - ২৯
তপশিলি উপজাতি (HG/NVF) - ১৪
তপশিলি উপজাতি (সিভিক ভলেন্টিয়ার) - ২৯
অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC -A) - ৫৭
অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC -A) (EC) - ৪২

অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC -A) (HG/NVF) - ২৯

অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC -A) (সিভিক ভলেন্টিয়ার) - ১৪
অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC -B) - ৪৩
অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC -B) (EC) - ২৮
অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC -B) (HG/NVF) - ১৪

অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC -B) (সিভিক ভলেন্টিয়ার) - ১৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *