আপনার স্বপ্ন কী WBCS?
অভিজ্ঞ গাইডের প্রয়োজন? তাহলে আজই যুক্ত হন আমাদের সাথে
আর WBCS অফিসারের তত্ত্বাবধানে সফল হন
রেজিস্টার করুন আমাদের 7 Days FREE Mentorship প্রোগ্রামে
টানা এক সপ্তাহ ফ্রী ক্লাস চলবে - নীচের ফর্মটি ফিল-আপ করে রেজিস্টার করুন - সিট সংখ্যা সীমিত
Beginner’s Platform –
বাইরে থেকে দেখতে আর পাঁচটা Education Centre এর মতোই। Competitive Exam Coaching Centre – State ও Central Level এর সমস্ত Job Exam এর জন্যই। Regular Class, Mock Test, Doubt Solving Class, Extra Class – যেমন একটা Coaching Centre -এ হয়। কিন্তু Beginner’s Platform এর অন্দরে একবার ঢুকলে তাকে নিজের পরিবারের অংশ বলেই মনে হয়। শিক্ষক রা এমন ভাবে ক্লাসে ছাত্রছাত্রীদের সাথে মিশে যান, বাইরে থেকে দেখে আলাদা করে ছাত্র শিক্ষক চেনার উপায় নেই, কারণ এখানে প্রতিটা ক্লাস হয় বিষয় ভিত্তিক এক একটা আলোচনা সভার মতন যেখানে সবাই একযোগে অংশ নেয়। ফলত ছাত্রছাত্রীদের মানিয়ে নিতে সমস্যা তো হয় ই না বরং তারা বিষয় রপ্ত করে তাড়াতাড়ি। এই পরিবেশ একজন চাকুরীপ্রার্থীর মনে সাহস যোগায়, যে Confidence তাকে বাকিদের থেকে অনেকখানি এগিয়ে দেয়। শুধুমাত্র Marks এর দিক থেকে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা করে তৈরি করা নয়, অর্থনৈতিক ভাবে দুর্বল ছেলেমেয়েদের হাতে হাত রাখি আমরা, আমাদের প্রতিষ্ঠান। । এসবই Beginner’s Platform কে বাকিদের থেকে একটু হলেও আলাদা করেছে, আগিয়ে রেখেছে অনেকখানি।
আমরা আপনাকে কথা দিচ্ছি উপযুক্ত গাইডেন্স দিয়ে এগিয়ে নিয়ে যাবো একদম গ্যারান্টি ।
আমরা চাই আপনিও WBCS পরীক্ষাতে সফলতা অর্জন করে আপনার এবং আপনার পরিবারের স্বপ্নকে পূরণ করুন ,যাতে আপনার পরিবারও আপনাকে নিয়ে গর্ব করে।
সেই জন্য আপনাকে আমরা সব রকমের সাহায্য করবো । তাই আপনাকে এই ক্লাস দেওয়া হচ্ছে সম্পূর্ণ ফ্রীতে । হ্যাঁ আপনি ঠিকই দেখেছেন এই ক্লাস সম্পূর্ণ ফ্রীতে ।